Site icon Jamuna Television

করোনায় মারা গেলেন র‍্যাপ শিল্পী ফ্রেড

র‍্যাপ সঙ্গীতশিল্পী ফ্রেড দ্য গডসন

প্রাণঘাতী করোনা এবার কেড়ে নিলো জনপ্রিয় সঙ্গীতশিল্পীর প্রাণ। মাত্র ৩৫ বছরে বিদায় নিলেন জনপ্রিয় র‍্যাপার ফ্রেড দ্য গডসন। এতে শিল্পজগতে নেমেছে শোকের ছায়া।

শিল্পীর বন্ধু ডিজে সেল্ফ মৃত্যুর খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে লেখেন, “সবাই ফ্রেডকে ভীষণ ভালোবাসত। কোনোদিন ওর সম্পর্কে কেউ একটা খারাপ কথা বলেনি। তোমার আত্মা শান্তি পাক, তুমি শান্তিতে ঘুমাও ভাই।”

সোশ্যাল মিডিয়ায় প্রয়াত গায়কের স্মৃতির উদ্দেশে শোকজ্ঞাপন করে গোটা দুনিয়া। ফ্রেড দ্য গডসনের পরিবারসূত্র জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ফ্রেড। আইসিউতে ভর্তি ছিলেন। বুধবার পর্যন্ত চিকিৎসায় ভালোই সাড়া মিলছিল। কিন্তু জ্বর নেমে গেলেও কিডনি ঠিকমত কাজ করছিল না। পাশাপাশি শারীরিক অন্যান্য সমস্যা থাকায় রিস্ক বহুগুণ বেড়ে যায়। এরপর বৃহস্পতিবার তিনি মারা যান।

র‍্যাপারের মূল নাম ফ্রেডরিক থমাস, তিনি ফ্রেড দ্য গডসন নামে সর্বাধিক পরিচিতি পান।

সূত্র: নিউ ইয়র্ক পোষ্ট

Exit mobile version