Site icon Jamuna Television

হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে অটোরিক্সা চালকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পর তার নিজের বাড়ি এবং শ্বশুরবাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (২৫ এপ্রিল) ভোরে সিলেটের শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলার সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান জানান, মৃত ব্যক্তির করোনা উপসর্গ ছিল। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে পুরোপুরিভাবে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামীমা আক্তার জানান, গত ২২ এপ্রিল সকালে ওই চালক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

Exit mobile version