Site icon Jamuna Television

বাউফলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই সময় তার সাথে থাকা একটি গরুও মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউপির ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সকালে কৃষক নুর হোসেন মৃধা (৫৮) তার গোয়ালঘর থেকে বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠে গরু বেঁধে রেখে আসেন। দুপুর বেলা আকাশে মেঘ ও হালকা বৃষ্টি হলে তিনি গরুটি আনার জন্য ঘর থেকে বের হন। গরুটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার সম্পূর্ণ শরীর ঝলসে যায়।

ঘটনাস্থলেই তিনি মারা যান এবং গরুটিও মারা যায়। নিহত নুর হোসেন দুই পুত্র ও এক কন্যার জনক।

Exit mobile version