Site icon Jamuna Television

জয়পুরহাটে আরও ৯ জন করোনায় আক্রান্ত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জয়পুরহাটের ১৮০ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের নমুনা নেগেটিভ হলেও ০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ৯ জন কালাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে নিজ বাড়িতে এসেছিল। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতেই ৯ জনকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হয়েছে। আগের আক্রান্ত ১৯ জনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

Exit mobile version