Site icon Jamuna Television

দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম সাংবাদিকের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন। করোনায় মারা যাওয়া প্রথম সাংবাদিক তিনি।

রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ-তে রাখা হয়েছিলো। মঙ্গলবার রাত ১০টার কিছু পর, কর্তব্যরত ডাক্তার সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে মৃত ঘোষণা করেন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ জানিয়েছেন, হুমায়ুন কবীর খোকনের করোনা পরীক্ষা রিপোর্ট পজেটিভ এসেছে।

Exit mobile version