Site icon Jamuna Television

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৫২ জন, করোনায় আরও মৃত্যু ৫

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৮ হাজার ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৭৫ জন।

এদিকে ৫ জন মৃতের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এবং তারা সবাই ঢাকার অধিবাসী।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৮২৭টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য
আধিদফতর। সর্বশেষ তথ্যমতে এ নিয়ে দেশে মোট ১৭৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার দেশে ৫৭১ জন করোনা রোগী শনাক্ত হয় ও ২ জনের মৃত্যু হয়। তার আগের দিন শনাক্ত হয় ৫৬৪ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version