Site icon Jamuna Television

দেশে টানা ষষ্ঠদিন পাঁচশোর বেশি করোনা রোগী শনাক্ত

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৯ হাজার ৪৫৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পরিসংখ্যানে দেখা যায় টানা ৬ দিন ধরে দেশে পাঁচশোর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

গত ২৮ এপ্রিল ৫৪৯, ২৯ এপ্রিল ৬৪১, ৩০ এপ্রিল ৫৬৪, ১লা মে ৫৭১, ২রা মে ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২১৪ ও নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩৬৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২১৪ ও নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩৬৮টি।

আজ রোববার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে শনিবার দেশে ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৫ জনের মৃত্যু হয়।

গত ২রা মের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯০ জন। এরমধ্যে বেশিরভাগ ঢাকা শহরের অধিবাসী। এদিকে করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত রাজধানীর ১ হাজার ২২৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। রাজধানীর ৫০টি থানা এলাকার মধ্যে ৪৮টিতেই সংক্রমণ ছড়িয়েছে।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version