Site icon Jamuna Television

বিশ্বজুড়ে কমে এসেছে করোনায় প্রাণহানি

বিশ্বজুড়ে কমে এসেছে করোনায় প্রাণহানি

সপ্তাহখানেক পর একদিনে বিশ্বজুড়ে ৪ হাজারের নিচে নামলো করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। মোট প্রাণহানি দুই লাখ ৪৮ হাজার ১৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজার ৪৩৮ জন মারা গেছেন। যা গেলো ২৬ এপ্রিলের পর সর্বনিম্ন। এছাড়া নতুনভাবে ৮১ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। এরমাঝে যুক্তরাষ্ট্রেই একদিনে প্রাণ হারিয়েছেন ১১শ’র বেশি মানুষ; নতুন আক্রান্ত সাড়ে ২৬ হাজার। ইউরোপের দেশগুলোতেও ২৪ ঘণ্টায় সর্বনিম্ন প্রাণহানি দেখলো। ব্রিটেন ছাড়া প্রত্যেক দেশেই ৫০ থেকে ২০০ এর মধ্যে ছিলো মৃতের সংখ্যা। এদিকে, করোনার নতুন হটস্পট এখন ব্রাজিল। বিশ্বের ৯ নম্বর দেশ হিসেবে লাখ ছাড়িয়েছে সংক্রমণ।

এ পরিস্থিতিতে, ডব্লিওএইচও আবারও বললো, পরীক্ষাগারে নয় বরং প্রকৃতি থেকেই কোভিড-১৯-এর উৎপত্তি। বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন সাড়ে এগারো লাখের বেশি করোনা রোগী।

Exit mobile version