Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেলো আরও ২ বাংলাদেশির

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ২ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সবমিলিয়ে প্রাণ হারালেন ২৩১ জন।

নিউইয়র্কে, করোনা আক্রান্ত হয়ে দু’সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে পরাজয় মানলেন ব্যবসায়ী সমীর চন্দ্র দেব। শহরের কর্নেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এছাড়া মৃত্যুবরণ করেছেন ষাটোর্ধ্ব এক বাংলাদেশি, কাওসার আহমেদ। এরফলে, নিউইয়র্কেই করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১১ জনে। এছাড়া নিউজার্সি, মিশিগান, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটসে মারা গেছেন বাকিরা।

দেশটির বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন অনেক বাংলাদেশি। তাদেরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন এমন দাবি বাংলাদেশ কমিউনিটির।

Exit mobile version