Site icon Jamuna Television

লকডাউনে অর্ডার দিলে ঘরে বসেই মিলবে মদ!

করোনা মহামারি চলাকালীন সময়ে লকডাউনে এবার ঘরে বসেই মিলবে মদ। এমনটাই শুরু করতে যাচ্ছে ভারতীয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান জোমেটো। ইতিমধ্যেই খাবার ছাড়াও সবজি ও নানা রান্নার সামগ্রী ডেলিভারি শুরু করেছে কোম্পানিটি।

চলতি সপ্তাহের শুরুতে ভারতে মদের দোকান খোলার অনুমতি পাওয়ার পর মদের বিক্রিতে লাগাম টানতে ইতিমধ্যেই মদে বিশেষ ‘করোনা ফি’ চাপিয়েছে দিল্লি সরকার। এই জন্য মদের দামের উপরে অতিরিক্ত ৭০ শতাংশ কর দিতে হচ্ছে।

ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে লেখা এক চিঠিতে জোমেটো প্রধান মহিত গুপ্তা জানিয়েছেন, “বাড়ি বাড়ি মদ পৌঁছে দিলে মানুষ দায়বদ্ধ ভাবে মদপান করতে পারবে।”

আপাতত যে সব এলাকায় করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ কম সেই সব এলাকায় মদ ডেলিভারির পরিকল্পনা করছে জোমেটো।

লকডাউনের সময় মদের ডেলিভারি শুরু হলে মানুষ মদ কেনার জন্য বাইরে যাওয়া বন্ধ করবেন। ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও কমবে।

Exit mobile version