Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মেনেই প্রি-সিজন অনুশীলন চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

এবার স্বাস্থ্যবিধি মেনেই প্রি-সিজন অনুশীলন চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। চলতি মাসের শেষ নাগাদ অনুশীলন করতে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে সিএ।

সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেটে সোশ্যাল ডিস্টান্স মেনে চলতে হবে ক্রিকেটারদের। এক নেটে তিন জনের বেশি ক্রিকেটার থাকবেনা। বোলার থাকবেন একজন। আর ব্যাটসম্যান থাকবেন ২২ গজ দূরে তাই শারীরিক দূরত্ব বজায় রাখা কিংবা বল ব্যবহারে ও থাকছে সতর্কতা।

সব স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করতে সমস্যা হবে না বলে মনে করেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ। অনুশীলন চলাকালীন উপস্থিত থাকবেন সিএর প্রধান মেডিকেল অফিসার জন অৰ্চার্ড এবং স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ অ্যালেক্স কৌন্টরিস।

Exit mobile version