Site icon Jamuna Television

ইসকন মন্দিরের ৩৫ জন করোনা থেকে সুস্থ

গত ২২ এপ্রিল রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে দায়িত্বরত একজন পুলিশ সদস্যসহ মোট ৩৬ জন পুরোহিত, ভক্ত ও কর্মরত স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হন।

ইতোমধ্যেই পুলিশ সদস্য এএসআই তপন কুমার রায়সহ ৩৫ জন এখন সম্পূর্ণ সুস্থ। বাকি একজনও সুস্থতার পথে।

রাজধানীর ওয়ারি বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, সুস্থ হওয়া ৩৫ জন কোয়ারেনটাইনে মন্দিরের ভিতর আবাসিকে অবস্থান করছেন।

এর আগে করোনা আক্রান্তের খরব নিশ্চিতের পরই ওয়ারী বিভাগের ডিসির নির্দেশনায় তাৎক্ষণিকভাবে উক্ত এলাকা লকড ডাউন করে দেয়া হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল সকল প্রকার চলাচল। এসময় ওয়ারী বিভাগের তত্ত্বাবধানে মন্দিরে অবস্থানরত সকলের প্রয়োজনীয় দ্রব্যাদি প্রেরণ করা হয়। এছাড়া তাঁদের মনোবল চাঙ্গা রাখতে সময়ে সময়ে খোঁজ খবর নিয়ে তাঁদের অনুপ্রাণিত করা হয়।

Exit mobile version