Site icon Jamuna Television

শারীরিক দূরত্বের তোয়াক্কা না করেই হংকংয়ের পার্লামেন্টে হাতাহাতি

করোনার পরিস্থিতিতে, শারীরিক দূরত্বের তোয়াক্কা না করেই, হাতাহাতিতে জড়ালেন হংকংয়ের আইনপ্রণেতারা।

শুক্রবার, কমিটির চেয়ারম্যান বাছাই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। এক পর্যায়ে সরকারি জোটের এক নেতা দেহরক্ষীদের সামনে রেখে বৈঠকে নেতৃত্ব দেয়ার চেষ্টা করে। এসময় তাদের সরাতে চেষ্টা করেন বিরোধী ডেমোক্র্যাট নীতিনির্ধারকরা। এসময় রীতিমতো চ্যাংদোলা করে তাদের পার্লামেন্ট থেকে বের করে দেয় নিরাপত্তাকর্মীরা। হংকংয়ের রাজনীতিতে বেইজিংপন্থি ও গণতন্ত্রপন্থিদের মধ্যে উত্তেজনা চলছে অনেকদিন ধরেই।

Exit mobile version