Site icon Jamuna Television

রংপুরে আরও ৯ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরে আবারও নতুন করে করোনা পজেটিভ হয়েছেন ৯ জন। এ নিয়ে রংপুর বিভাগে মঙ্গলবার বিকেলে পর্যন্ত মোট ৩৭৫ জনের কোভিড-১৯ শনাক্ত হলো।

এরমধ্যে মারা গেছেন ৪ জন। আর সুস্থ্য হয়েছেন ৮১ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের ফোকাল পারসন জে এ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নূর-উন-নবী লাইজু জানিয়েছেন রমেকে বুধবার ৪০ তম দফায় ১৮৮ জন এর নমুনায় ১২ শরীরে কোভিড-১৯ পজেটিভ হয়েছে।

এদের মধ্যে রংপুর ৯ ও কুড়িগ্রাম সদরে ৩ জন। অন্যদিকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর এ ৩ জনের করোনা শনাক্ত হয়। লাইজু আরও জানান, এ নিয়ে বিভাগের ৩৭৫ জনের করোনা পজেটিভ ব্যক্তির মধ্যে রংপুরে ১৫৬, পঞ্চগড়ে ১৩ জন, নীলফামারীতে ৫০, লালমনিরহোটে ১৫, কুড়িগ্রামে ৩৭, ঠাকুরগাওয়ে ২৪, দিনাজপুরে ৫১, গ্ইাবান্ধায় ২৪ জন।

রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, গত ২৪ ঘণ্টায় রংপুরের ৩ আনসার সদস্য, মুন্সিপাড়ায় ২ জনসহ ধাপ চিকলি, সদর, গঙ্গাচড়া ও তারাগঞ্জে একজন করে করোনা পজেটিভ হয়েছে। তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ্য হলে হাসাপাতালে নেয়া হবে।

রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আমিন আহম্মেদ খান জানিয়েছেন, মৃত তিনজন হলেন নীলফামারীতে ২ জন এবং দিনাজপুর ও গাইবান্ধায় ১ জন করে।

Exit mobile version