Site icon Jamuna Television

প্রতিদিন একটি করে হাইড্রোক্সিক্লোরোকুইন নিচ্ছি: ট্রাম্প

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অপ্রমাণিত হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়মিত খাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান। খবর রয়টার্স।

ম্যালেরিয়ার ওষুধ হিসেবে পরিচিত হাইড্রোক্সিক্লোরোকুইন। এর কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এই সতর্কতার মধ্যে সোমবার সাংবাদিকদের প্রশ্নোত্তোর পর্বে ট্রাম্প বলেন, ‘গত দেড় সপ্তাহ ধরে প্রতিদিন একটি করে হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণ করছি। কারণ আমি মনে করি এটা ভালো। আমি এর সম্পর্কে ভালো কিছু শুনেছি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা আশ্চর্য হবেন কতো মানুষ এটা গ্রহণ করছে। বিশেষ করে যারা ফ্রন্টলাইনে কাজ করছে তারা গ্রহণ করছে।

এছাড়া হাইড্রোক্সিক্লোরোকুইন-এর পাশাপাশি ট্রাম্প জিঙ্কও গ্রহণ করছেন বলে জানান।

কয়েকদিন আগে ট্রাম্পের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরপর থেকে ৭৩ বছর বয়সী ট্রাম্পের নিয়মিত করোনা টেস্ট করা হচ্ছে। এখন পর্যন্ত করোনা নেগেটিভ রয়েছে।

এদিকে ভারতের কাছ থেকে ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রোক্সিক্লোরোকুইন আমদানি করেছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version