Site icon Jamuna Television

ধর্ষণের অভিযোগে গ্রেফতার চেলসি তারকা ওডোই

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে মাঠ মাতানো তারকা কলাম হাডসন-ওডোইকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার তাকে গ্রেফতার করা হয়। অবশ্য এক মাসের জামিন নিয়ে সোমবার সকালে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

ওডোইয়ের বিপক্ষে একজন মডেলকে বাসায় ডেকে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে। অনলাইনে সেই মডেলের সঙ্গে কথা বলে বাসায় ডাকেন ওডোই। এরপর ইমার্জেন্সি সার্ভিসে ফোন করেন সেই নারী। হাসপাতালে ভর্তি হয়ে পুলিশের কাছে তিনি অভিযোগ করার পর গ্রেফতার করা হয় ওডোইকে।

বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, ‘ইমার্জেন্সি সার্ভিসে কল দিলে পৌঁছানোর পর একজন মহিলা জানায় তাকে ধর্ষণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে ওডোইকে গ্রেফতার করার পর সোমবার সকালে তাকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে এখনো অনুসন্ধান চলছে।’

এ ব্যাপারে ওডোই আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তার এক বন্ধু কোনও অপরাধ সংঘটনের কথা অস্বীকার করেছে।

Exit mobile version