Site icon Jamuna Television

কেন্দ্রীয় ঔষধাগারে নতুন পরিচালক

বাংলাদেশ কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) নতুন পরিচালক আবু হেনা মোরশেদ জামান

করোনাভাইরাসের মহামারি চলাকালেই বাংলাদেশ কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে।

শুক্রবার (২২ মে) আবু হেনা মোরশেদ জামানকে সিএমিএসডি’র পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে সিএমএসডি’র পরিচালকের দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, মার্চ মাসে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হওয়ার পরে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী বিতরণ নিয়ে আলোচনায় আসে সিএমএসডি।

Exit mobile version