Site icon Jamuna Television

জাতীয় কবির সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন সংস্কৃতিক সংগঠন কবির সমাধিতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে জাতীয় কবির আত্মার মাগফেরাত কামনা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। করোনার এই সময়ে তিনি কাজী নজরুল ইসলামের সাম্যের বাণী সমাজে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version