Site icon Jamuna Television

ঈদের দিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড; মারা গেছেন ২১ জন

ঈদের দিনেও নিষ্ঠুর বাস্তবতা হয়ে এসেছে করোনা আপডেট। দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫০১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।

আজ সোমবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে অধিদফতরের করোনা বিষয়ক টিম উপস্থিত ছিলেন। তারা সবাই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে, গতকাল রোববার দেশে ১ হাজার ৫৩২ জন করোনা রোগী শনাক্ত ও ২৮ জন মারা যাওয়ার কথা জানানো হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করা হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version