Site icon Jamuna Television

গণস্বাস্থ্যের কিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ হয়েছে। যমুনা নিউজকে সংবাদটি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই চিকিৎসক।

তিনি জানান, রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, আমার শরীর ভালো আছে। ভালো হয়েছে যে দ্রুত শনাক্ত হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।

উল্লেখ্য, করোনা পরীক্ষার জন্য সম্প্রতি ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবন করেছ গণস্বাস্থ্যের গবেষকরা। এই পদ্ধতিতে অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নির্ভুলভাবে করোনা শনাক্ত হবে বলে দাবি উদ্ভাবকদের। এটি এখনও অনুমতির অপেক্ষায় আছে।

Exit mobile version