Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো ট্রেন ও লঞ্চ চলাচল

ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো ট্রেন ও লঞ্চ চলাচল। ৮ টির মত ট্রেন প্রথম দিন থেকেই অর্ধেক যাত্রী নিয়ে চলবে। বুধবার থেকে যুক্ত হচ্ছে আরও ১১ জোড়া ট্রেন।

আজ রোববার ৬৬ দিন পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস। স্বাস্থ্যবিধি মেনেই আসনে বসছেন যাত্রীরা। চাপাই নবাবগঞ্জ থেকে সকাল ৬টার আগেই ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বনলতা এক্সপ্রেস।

অনলাইনে টিকিট কেটে যাত্রীদের প্ল্যাটফর্মে আসতে বলা হচ্ছে এক ঘণ্টা আগে। কমলাপুর রেল স্টেশনেও ঢাকা ছাড়তে প্রস্তুত চারটি ট্রেন। এদিকে সদরঘাটেও শুরু হয়েছে কর্মযজ্ঞ। সাধারণত সদরঘাট থেকে অধিকাংশ লঞ্চ রাতে ছাড়ে। তবে কাছাকাছি দূরত্বের জেলায় ছাড়ছে অনেক লঞ্চ। এদিকে দক্ষিণের জেলাগুলোর জন্য কাল থেকে শুরু হচ্ছে লঞ্চ চলাচল। সামাজিক দুরত্ব মানাতে তৎপর থাকবে প্রশাসন।

Exit mobile version