Site icon Jamuna Television

মৃত ৪০ জনের বিষয়ে যে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর

মৃত ৪০ জনের বিষয়ে যে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর

এর আগে এত বিপুল সংখ্যক মৃত্যু দেখেনি বাংলাদেশ। করোনায় আক্রান্ত হয়ে পূর্বের সব রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫০ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৪৫ জনের।

সবশেষ যে ৪০ জন মারা যাওয়ার তথ্য দেয়া হয়েছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৭ জন। বিভাগভিত্তিক হিসেবে দেখা গেছে এদের মধ্যে ঢাকাতে ২৮ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ২ জন, রাজশাহীতে ১ জন ও রংপুরে ১ জন করোনা শনাক্ত হয়ে মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের বয়স ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে এদের মধ্যে- ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন।

রোববার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি। আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। ।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে বাংলাদেশ। আর ৮ মার্চ শনাক্ত হয় প্রথম রোগী।

Exit mobile version