Site icon Jamuna Television

ভারতে ‘উইট্রান্সফার’ নিষিদ্ধ ঘোষণা

বড় মাপের ভিডিও, ছবি-র ফাইল পাঠানো জনপ্রিয় ওয়েবসাইট উইট্রান্সফার নিষিদ্ধ করেছে ভারত। জাতীয় স্বার্থে ও সাধারণের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়। খবর ইন্ডিয়া টুডে।

ইতিমধ্যেই দেশের সব ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে নোটিশ দেয়া হয়েছে। সূত্র মতে গত ১৮ মে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ভারতে ওয়েবসাইট নিষিদ্ধ করা নতুন কিছু নয়। ২০১৯ সালে একসঙ্গে ৪২২টি ওয়েবসাইট নিষিদ্ধ করেছিল সরকার। সেসময় পর্নোগ্রাফিকে উসকে দেওয়ার অভিযোগে তা নিষিদ্ধ করা হয়।

Exit mobile version