Site icon Jamuna Television

সিলেট সিটি মেয়রের স্ত্রীর করোনা শনাক্ত

মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী

সিলেট প্রতিনিধি:

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শামা হক বর্তমানে বাসায় রয়েছেন। তিনি আপাতত সুস্থই আছেন। এদিকে ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে আছেন মেয়র আরিফ। এবার তার স্ত্রীরও করোনা শনাক্ত হলো।

এর আগে, গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা পজিটিভ শনাক্ত হয়।

Exit mobile version