Site icon Jamuna Television

করোনায় বাসের দুই সিটের মধ্যে টাঙানো হল পলিথিনের পর্দা

করোনায় বাসের সিটের দুই যাত্রীর মধ্যে টাঙানো হল পলিথিনের পর্দা

করোনায় যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে দুই সিটের মধ্যে টাঙানো হল পলিথিনের পর্দা। এমনি অভিনব উদ্যোগ বর্ধমানে। বাসের সব সিটেই দু’জন যাত্রী। তাই দু’সিটের মধ্যে পলিথিনের পর্দা দেন বাস মালিকরা। যাতে করে একজনের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কোন ভাইরাস অপর যাত্রীকে সংক্রমিত না করতে পারে।

এরআগে করোনা সচেতনতায় এক টোটো চালকের উদ্ভাবনী ক্ষমতা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। টোটো যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে পলিথিনের ব্যারিয়ার তৈরি করা দেখে প্রশংসা করেছিলেন দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থার কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। আর সেই পথেই হাঁটতে শুরু করেছেন বর্ধমানের বেশ কিছু বাস মালিকও।

এদিকে লকডাউনের পঞ্চম পর্যায়ে সরকারি বিধি মেনে বাস পথে নামছে। তবে সংখ্যাটা বেশ কম। আবার যাত্রীও কম। এছাড়া সরকারি নিয়ম মেনেই বাসে যাত্রী তুলছেন বাসের ড্রাইভার ও কন্ডাকটররা। বাস স্যানিটাইজও করছেন নিয়ম অনুযায়ী। মাস্ক থাকলে তবেই যাত্রীকে বাসে উঠতে দেওয়া হচ্ছে।

টাউন সার্ভিস বাস মালিক সংগঠনের অন্যতম কর্তা প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি নির্দেশে বাস চালাতে হচ্ছে। যাত্রী কম। তাই বাস চালিয়ে লোকসান হচ্ছে। তা সত্ত্বেও আমরা যাত্রী সুরক্ষা নিয়ে কোনও কমতি রাখছি না। তাই এইভাবে বেশ কয়েকটি বাসে পাশাপাশি বসা দুই যাত্রীর মাঝে পলিথিনের চাদর রাখা হয়েছে। যাতে একজনের শ্বাস-প্রশ্বাস অন্যজনের কাছে যেতে না পারে। ফলে করোনা সংক্রমণের ভয়ও থাকবে না।”

Exit mobile version