Site icon Jamuna Television

বান্দরবান থেকে সিএমএইচে আনা হয়েছে করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে

করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, মন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে ল্যান্ড করেছে।

এর আগে বেলা ১১টার দিকে মন্ত্রী বান্দরবান থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজেটিভ আসে।

Exit mobile version