Site icon Jamuna Television

টাইগারদের শ্রীলঙ্কা সফরের ভবিষ্যত জানা যাবে ১০ জুনের পর

ছবি: সংগৃহীত

১০ জুন আইসিসির বোর্ড সভার পরই নির্ধারিত হবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভাগ্য। এমনটিই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, জুলাইয়ে নির্ধারিত সিরিজটি আয়োজন নিয়ে ভাল-মন্দ অনেক কিছুই আলোচনা হয়েছে। তবে দৃষ্টি এখন ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজের ওপর। তাদের দেখানো পথের অভিজ্ঞতা থেকে নিজেদের পথটাও সাজাতে চায় বিসিবি।

নির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। তবে কোভিড-১৯ কারণে তা নিয়ে সংশয় প্রকট। এরই মধ্যে মহামারিতে স্থগিত আন্তর্জাতিক ক্রিকেট। স্থগিত বাংলাদেশের পাকিস্তান-অ্যায়ারল্যান্ড সফরও।

এদিকে, তিন মাসের বিরতির পর ৮ জুলাই ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এশিয়ায় কোভিডের প্রভাব সবচেয়ে কম শ্রীলঙ্কায়। করোনা আতঙ্কের মাঝে অনুশীলনেও ফিরছে লঙ্কানরা। সেকারণেই সিরিজ নিয়ে সিদ্ধান্তটাই দ্রুতই প্রয়োজন।

নিজামউদ্দিন চৌধুরী জানান, শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটে ফিরতে বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে বিসিবি। খেলোয়াড়দের ফিটনেস, স্কিলসহ আইসিসির গাইড লাইনের মাঝে থেকে কিভাবে সফরের প্রস্তুতি নেয়া যায়, বিবেচনায় আছে সেসব বিষয়গুলোও।

কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন করার অনুমতি চেয়েছেন। বিপরীতে এখনই তাতে সম্মতি দিতে নারাজ বিসিবি। এদিকে, আইসিসির গাইড লাইন, পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

করোনা মহামারির মাঝে দেশ যখন আরেক দফা লক ডাউনের দিকে ধাবমান, তখন দ্রুত ক্রিকেট মাঠে ফিরিয়ে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিসিবির জন্য।

Exit mobile version