Site icon Jamuna Television

সংক্রমণ বাড়ছে ভারতে, প্রতিদিন আক্রান্ত হাজারের ওপর

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার

লকডাউন কিছুটা শিথিল হওয়ায় সংক্রমণের হার বাড়ছে ভারতে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের ওপর। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৮৭ হাজারের বেশি।

রাজধানী দিল্লীর করোনা পরিস্থিতি নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জুলাইয়ের শেষ দিকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ধারণ ক্ষমতার বহু গুণ চাপ পড়বে হাসপাতালগুলোতে।

এদিকে করোনা পরিস্থিতিতেই নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে রাজস্থানের তিনটি আসনে। ১৯ জুন অনুষ্ঠিত হবে রাজ্যসভার নির্বাচন।

Exit mobile version