Site icon Jamuna Television

পটুয়াখালীতে ক‌রোনা উপসর্গ নি‌য়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

পটুয়াখালী ডিসি কোর্ট ভবনে অবস্থিত রূপালী ব্যাংক নিউটাউন শাখার সেকেন্ড ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু হানিফ আকন্দ (৫৫) আজ সকাল পাঁচটায় নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

ব্রাঞ্চ ম্যানেজার মো: কামরুজ্জামান জুয়েল জানান, গত রোববার তিনি ব্রাঞ্চে এসে অসুস্থতার কথা জানান। পরে তিনি বাড়ি চলে যান। বাড়িতেই তিনি ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা নিচ্ছিলেন। এসময় তার জ্বরসহ অন্যান্য উপসর্গ ছিল। গত ৭ জুন তিনি সর্বশেষ ব্রাঞ্চ এসে জানান নমুনা প্রদানের জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু নমুনা দিতে পারেন নি তিনি। গতকাল রাত ৯ টায় তিনি আমার সাথে কথা বলেন এবং আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানান। পরবর্তীতে আজ সকাল পাঁচটার দিকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এসময় তিনি বাড়িতেই মারা যান। সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান জুয়েল।

Exit mobile version