Site icon Jamuna Television

আজ আবারও মাঠে গড়াচ্ছে লা লিগা

আজ আবারও মাঠে গড়াচ্ছে ইউরোপের অন্যতম সেরা লিগ লা লিগা। সেভিয়া ডার্বি দিয়ে শুরু হবে লিগের শেষ ১১ রাউন্ডের খেলা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে সেভিয়া আর রিয়াল বেটিসের এই ম্যাচটি।

পয়েন্ট টেবিলের তিনে থাকা সেভিয়া টেবিল টপার বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পেছনে রয়েছে। লিগ শিরোপার সম্ভাবনা কম থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সেভিয়ার। পয়েন্ট হারালেই শংকা আছে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যাবার।

সমান ২৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল বেটিস রয়েছে টেবিলের ১২তম স্থানে। দুই দলের মুখোমুখি ৪৭ দেখায় ২১ জয় সেভিয়ার আর ১০ জয় রিয়াল বেটিসের।

Exit mobile version