Site icon Jamuna Television

ইংলিশ প্রিমিয়ার লিগে কোভিড-১৯ এর সংক্রমণ

বুধবার থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু এরআগে শেষ রাউন্ডের করোনা টেস্টে দুই ফুটবলারের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ায় বড় ধাক্কা খেলো লিগ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ও শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর আগে সবশেষ রাউন্ডের করোনা টেস্ট করা হয়। ১২’শ ফুটবলার ও কোচিং স্টাফদের এই পরীক্ষায় দুই জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ে। নিয়ম মেনে এবারও আক্রান্তদের পরিচয় গোপন রেখেছে লিগ কর্তৃপক্ষ। তবে নরউইচ সিটি নিশ্চিত করেছে তাদের এক ফুটবলার আক্রান্ত হয়েছে করোনায়। নাম প্রকাশ না করলেও ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন ৭ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে এই ফুটবলারকে।

শুক্রবার সাউদাম্পটনের মুখোমুখি হবে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা নরউইচ। তবে আক্রান্ত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

Exit mobile version