Site icon Jamuna Television

ঐশ্বরিয়া রায়’র ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত

অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও একসময় ড্যান্সগ্রুপের সদস্য ছিলো সুশান্ত সিং রাজপুত। এমনকি ঐশ্বরিয়া রায়’র ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন এই অভিনেতা। খবর এনডিটিভি।

জানা যায়, ছোট পর্দায় কাজ শুরুর আগে শমক ডাভর ডান্সট্রুপের সদস্য ছিলেন সুশান্ত সিং রাজপুত। সেই ডান্সট্রুপের হয়ে মেলবোর্নে গিয়েছিলেন। ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে নেচেছিলেন ঐশ্বরিয়া রায়’র ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। এছাড়া ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের এক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার পিছনে নাচতে দেখা গিয়েছে সুশান্তকে।

হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত বলেছিলেন, ‘ধুম এগেইন’ গানেও ঐশ্বরিয়ার ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত।

সুশান্ত বলেন, আমার কাছে নির্দেশ ছিল ঐশ্বরিয়া রায়কে তুলতে হবে। যখনই সেই মুহূর্ত এল আমি ওকে তুলে ধরে রাখলাম। নামালাম না। প্রায় একমিনিট ওকে তুলে ধরেছিলাম। বেশ বিস্ময় প্রকাশ করেছিল ঐশ্বরিয়।

এছাড়া ঝলক দিখ লা জা ও যারা নাচকে দিখার মতো রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী ছিলেন সুশান্ত।

উল্লেখ্য, গত ১৪ই জুন সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন।

টিবিজেড/

Exit mobile version