Site icon Jamuna Television

ভারতের সাথে উত্তেজনার পর সৈন্যদের মার্শাল আর্ট শেখাচ্ছে চীন

লাদাখের গালওয়ানের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের সাথে সীমান্ত সংঘাতের পর এবার তিব্বত মালভূমিতে অবস্থানরত চীনা সৈন্যদের মার্শাল আর্ট শেখানোর জন্য ২০জন প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। খবর বিবিসি বাংলা’র।

চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০ জন মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে।

লাদাখে গত ১৫ই জুন গালওয়ান ভ্যালিতে এক সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পাশাপাশি তাদের ৭৬ জন আহত হয়েছে বলে জানায় ভারত। তবে চীনা সৈন্য হতাহতের ব্যাপারে কোন তথ্য জানা যায়নি। ওই সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে দুই পারমাণবিক শক্তিধর দেশ চীন ও ভারত।

দুই দেশের মধ্যে ১৯৯৬ সালের এ চুক্তি অনুসারে, ওই এলাকায় কোন পক্ষই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না। ফলে সেখানে দুই দেশের সৈন্যদের মধ্যকার উত্তেজনা হাতাহাতি বা মল্লা যুদ্ধে ঠেকে।

প্রায় অর্ধশতকের মধ্যে দুই দেশের মধ্যে এই প্রথমবার সংঘর্ষে এতো হতাহতের ঘটনা ঘটলো। ওই ঘটনার পর থেকে প্রায় অচিহ্নিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে দীর্ঘ দিনের উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

Exit mobile version