Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় মেক্সিকোতে করোনা শনাক্তে রেকর্ড

২৪ ঘণ্টায় মেক্সিকোতে করোনা শনাক্তে রেকর্ড

মেক্সিকোতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাস শনাক্ত সংখ্যায় রেকর্ড হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ২৮০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ২৮৩ জন।

মেক্সিকোতে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ফেব্রুয়ারির শেষ দিকে। এর মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫২৬ জন; গত একদিনে মৃত্যু হয়েছে ৭৩০ জনের।

এদিকে অচল অর্থনৈতিক চাকা সচল করতে জুন থেকেই লকডাউন পরিস্থিতি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। এরপর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বেশি।

Exit mobile version