Site icon Jamuna Television

কক্সবাজারে ৭ মামলার আসামি গুরা পুতুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৭ মামলার আসামি ছৈয়দ হোসেন প্রকাশ গুরা পুতুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে সদর মডেল থানার একদল পুলিশ।

এসময় তার পাশ থেকে ২০০ পিস ইয়াবা, একটি দেশিয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গুরা পুতু কক্সবাজার শহরের ঘোনারপাড়া বাদশাঘোনা এলাকার মৃত সাব্বির আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুম খান। তিনি জানান, শুক্রবার ভোরে সমুদ্র সৈকতের কবিতা চত্বর ও শৈবাল পয়েন্টের মাঝামাঝি ঝাউবাগানে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি চলছে এমন সংবাদ পেয়ে একদল পুলিশ সেখানে অভিযানে যায়।

পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মর্গে সে লাশটি গুরা পুতুর বলে শনাক্ত করে তার পরিবার।

এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান কবির জানান, গুরা পুতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ বিভিন্ন আইনে ৭টির মত মামলা রয়েছে।

Exit mobile version