Site icon Jamuna Television

কক্সবাজারে জারি করা সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল

কক্সবাজারে মরিচের বস্তায় মিলল ৪০ হাজার পিস ইয়াবা

করোনামহামারির কারণে কক্সবাজারে জারি করা সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। অঞ্চলভিত্তিক লকডাউন আর চলাচলের এই নিষেধাজ্ঞা বাড়বে কিনা সে সম্পর্কে এখনো কিছু বলতে পারছে না প্রশাসন। তবে ছুটির শেষভাগে হঠাৎই বেড়ে গেছে বেড়াতে আসা মানুষের সংখ্যা। সৈকতের বিভিন্ন পয়েন্টে সময় কাটাচ্ছেন তারা।

এদিকে, লকডাউন কিছুটা শিথিল হওয়ায় আবারো সৈকতে বাড়ছে মানুষের আনাগোনা। পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন দূর দুরান্ত থেকে।

এই সৈকতকে ঘিরে যারা জীবন জীবিকা নির্বাহ করতেন তারাও খুশী পর্যটকের আগমনে।

বিচ কর্মীরা বলছেন, বেড়াতে আসা বেশিরভাগই স্থানীয় ভ্রমণকারী। ভ্রমণের উপর জারি করা নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার হয়নি। অথচ ১লা জুলাই থেকে সৈকতে মানুষের ভীড় বাড়ছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, কাল বিশেষ সভায় লকডাউনের বিষয়ে আলোচনা হবে। তারপরই সিদ্ধান্ত জানানো হবে।

সৈকতে মানুষের আনাগোনা বাড়লেও এখনো বন্ধ রয়েছে বিনোদন কেন্দ্র, দোকানপাট ও হোটেল মোটেল গুলো।

Exit mobile version