Site icon Jamuna Television

দেশে পৌঁছেছে সাহারা খাতুনের মরদেহ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত পৌনে ২ টায় একটি বিশেষ বিমানে থাইল্যান্ড থেকে দেশে আসে তার মরদেহ।

পরে সেখানে থেকে মরদেহ সরাসরি নেয়া হয় ফার্মগেট সংলগ্ন তেজগাঁওয়ে তার নিজ বাসায়। সেখানেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে সাহারা খাতুনের মরদেহ। বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এরআগে এক ভিডিও বার্তায় জাহাঙ্গীর কবির নানক জানান, সকাল ১১টায় বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে।

এছাড়া সবাইকে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version