Site icon Jamuna Television

করোনা থেকে রক্ষায় নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি উদ্বোধন

করোনার হাত থেকে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের অন্য রোগীদের সুরক্ষায় নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি উদ্বোধন করা হয়েছে। দেশিয় পদ্ধতিতে আবিষ্কৃত এই ক্যানোপি কোভিড-১৯ রোগীদের শ্বাস-প্রশ্বাস থেকে বের হওয়া জীবাণু ধ্বংস করে।

দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ক্যানোপি মেশিনটির ব্যবহার শুরু হয়।গবেষণায় ক্যানোপি মেশিনটি প্রায় ৯৯ ভাগ সফল বলে জানিয়েছেন গবেষকরা।

তারা দাবি করেন, এই মেশিনটির গুণগত মান একই উদ্দেশ্যে তৈরি পৃথিবীর যেকোন যন্ত্র থেকে উন্নত। করোনা মোকাবেলায় এই মেশিনটা স্বাস্থ্যকর্মী এবং মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবন করায় সহজলভ্য এবং স্বল্পমূল্যে পাওয়া যাবে বলেও জানান তারা।

Exit mobile version