Site icon Jamuna Television

অ্যাম্বুলেন্স নেই অটোতে করে করোনায় মৃতের দেহবহন

অ্যাম্বুলেন্স না থাকায় করোনায় মৃত এক ব্যক্তির লাশ অটোতে করে কবরস্থানে নিয়ে যায় আত্মীয়রা। এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। খবর কলকাতা ২৪।

জানা যায়, বৃহস্পতিবার নিজামবাদ হাসপাতালে মোট ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়। ৩ টি মৃতদেহের মধ্যে ২ টি মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স না থাকায় তৃতীয় মৃতদেহ পাঠানো হয় নি। অ্যাম্বুলেন্স আসলে পাঠানো হবে। কিন্তু মৃতের আত্মীয়রা হাসপাতাল কর্মীদের ওপর চাপ দিতে থাকেন এবং বলেন অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে, তারা নিজদের অটোতে করেই মৃতদেহ নিয়ে যেতে পারে। পরে মৃতের আত্মীয়রা লাশ নিয়ে গিয়ে নিজামাবাদের একটি কবরস্থানে দাফন করে।

এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version