Site icon Jamuna Television

করোনায় মৃত ৩৯ জন সম্পর্কে যা জানানো হয়েছে

করোনায় মৃত ৩৯ জন সম্পর্কে যা জানানো হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৩৯১ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যর হার ১.২৮ শতাংশ।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.১১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৬১ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২.৬১ শতাংশ।

আজ সোমবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে মৃত ৩৭ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৯০ জন। এছাড়া মোট নারী মৃত্যুবরণ করেছেন ৫০১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ০-১০ বছরের মধ্যে ১ জন, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version