Site icon Jamuna Television

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে তোফায়েল আহমেদের শোক

যমুনা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি।

সোমবার শোক জানিয়ে এক ভিডিও বার্তায় তোফায়েল আহমেদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, নুরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি। তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তার মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

সোমবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম একজন সংসদ সদস্য। দেশের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সালমা ইসলাম জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা।

মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Exit mobile version