Site icon Jamuna Television

৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কিনলো ভারত

ছবি-ইন্টারনেট

লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই ৭২ হাজার অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনেছে ভারতীয় সেনাবাহিনী। মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা সিগ সরের কাছ থেকে এ অস্ত্র কেনা হয়েছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।

ওই প্রতিবেদনে আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল অর্ডার করার প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করা হয়। এর আগে ভারতের মাটিতে রাশিয়ান কালাশনিকভ বন্দুক তৈরির সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এ বিষয়ে রাশিয়ার ওই সংস্থার সঙ্গে চুক্তিও করে কেন্দ্রীয় সরকার। কিন্তু সে প্রকল্পের কাজ খুব একটা এগোয়নি।

এ কারণে মার্কিন অস্ত্র প্রস্তুতকারী সংস্থা থেকে ৭২ হাজার সিগ রাইফেল কেনার সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষাসংক্রান্ত বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এসব তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক সংস্থা সিগ সরের ৭ পয়েন্ট ৬২ এমএম অ্যাসল্ট রাইফেলকেই বলা হয় সিগ ৭১৬ রাইফেল। মূলত সম্মুখসমরের সেনাসদস্যদের ব্যবহার করতে দেয়া হয় এই অত্যাধুনিক রাইফেল। এতে রয়েছে ১৬ ইঞ্চির ব্যারেল, টেলিস্কোপিক স্টকের সাহায্যে যে কোনো দিক থেকেই নিশানা করা যায় শত্রুকে। ৫০০ মিটার দূরের লক্ষ্যতেও নিখুঁত নিশানা করতে সফল সিগ সর রাইফেল।

Exit mobile version