Site icon Jamuna Television

বাবা-মায়ের পাশেই সমাহিত হলেন এন্ড্রু কিশোর

নিজ শহরে সমাহিত এন্ড্রু কিশোর

রাজশাহীর সিটি চার্চে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদেন করেছেন তার ভক্ত অনুরাগীরা।

সকালে রাজশাহী মেডিকেল কলেজের হিমঘর থেকে চার্চে আনা হয় এন্ড্রু কিশোরের মরদেহ। সেখানে বিশেষ প্রার্থনা সভা শেষে শিল্পীর মরদেহ রাখা হয় শ্রদ্ধা নিবেদন মঞ্চে। এ সময় নানা শ্রেণি-পেশার মানুষ তার কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন। চোখের জলে বিদায় জানান এই কিংবদন্তিকে।

চার্চের আয়োজন শেষ হলে এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হয় রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিস্টিয়ান গোরস্তানে। সেখানেই বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হয় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে।

Exit mobile version