Site icon Jamuna Television

বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত বাতিল করল ট্রাম্প

প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানো সিদ্ধান্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেবে তাদের শিক্ষার্থীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে স্টুডেন্ট ভিসা বাতিল করে। আজ সম্পূর্ণ ইউ-টার্ন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমেরিকার সরকার।

এরআগে বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের কারণে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সরকারের বিরুদ্ধে মামলা করে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেটও৷

মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লক্ষেরও বেশি বিদেশ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে বিভিন্ন প্রতিষ্ঠানে৷
যা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস।

Exit mobile version