Site icon Jamuna Television

করোনাকালে ১০ লাখ মানুষ সিগারেট ছেড়ে দিয়েছে

করোনাকালে ব্রিটেনে ১০ লাখের বেশি মানুষ সিগারেট ছেড়ে দিয়েছে। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

গবেষণায় বলা হয়েছে, গত ৪ মাসে যারা ধুমপান ছেড়েছেন তাদের ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে সিগারেট ছেড়েছেন বলে জানায়।

গত ১৫ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত ১০ হাজার মানুষের ওপর সার্ভে করে এই ফলাফল পাওয়া যায় বলে জানায় অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন অপর এক সার্ভে জানায়, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরই সবচেয়ে বেশি মানুষ ধুমপান ছেড়েছে। যারা ধুমপান ছেড়েছেন তারা করোনাভাইরাস হতে স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য ধুমপান ছেড়েছেন বলে জানায়।

Exit mobile version