Site icon Jamuna Television

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই জন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের দেলদুয়ার থানা পুলিশ। রোববার রাতে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

দেলদুয়ার অফিসার ইনচার্জ এ কে সাইদুল হক ভূইয়া জানান, রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার জন্য একদল ডাকাত অবস্থান নেয়। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা কালে দুইজনকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল উত্তরপাড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে আলমগীর মিয়া(২৩), একই এলাকার আবুল কালাম ভুট্টো মিয়ার ছেলে বাবু মিয়া (২০)।

Exit mobile version