Site icon Jamuna Television

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে নবনিযুক্ত দুই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে দেখা করেছেন কুয়েত ও সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূত যথাক্রমে মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান ও সাবেক আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারী।

আজ সোমবার দুপুরে মন্ত্রীর অফিস কক্ষে দেখা করেন তারা। পরে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সংগে সৌজন্য সাক্ষাতেও মিলিত হন রাষ্ট্রদূতরা।

সাক্ষাৎকালে মন্ত্রী নবনিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতদ্বয়কে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের সাথে সেদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান।

এ সময় তারা সেদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সামগ্রিক সুরক্ষা এবং বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে শ্রমবাজার নিয়ে আলোচনা করেন।

Exit mobile version