Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড। ৩১২ রানের টার্গেটে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট বল হাতে সমান অবদান রাখা বেন স্টোকস।

আগের দিনের ২ উইকেটে ৩৭ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ইংলিশরা। যেখানে বেন স্টোকসের অপরাজিত ৭৮ রানে ৩ উইকেটে ১২৯ রানের ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ১ম ইনিংসে ইংল্যান্ডের ১৮২ রানের লিড থাকায় জয়ের জন্য উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১২ রানের। যেখানে স্টুয়ার্ট ব্রডের ৩ উইকেট আর ওকস, ডোম বেস আর বেন স্টোকসের দুটি কোরে উইকেট শিকারে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

সামার ব্রুকসের ৬২ আর ব্ল্যাকউডের ৫৫ রান কিছুটা সম্ভাবনা জাগালেও বাকিরা ছিলেন ব্যর্থ। শেষ দিকে অধিনায়ক জেসন হোল্ডার ৩৫ রান করলেও হার এড়াতে পারেনি। ৩ ম্যাচ সিরিজে এখন ১-১ এর সমতা হলো।

ইউএইস/

Exit mobile version