Site icon Jamuna Television

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়ালো

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়ালো

ব্রাজিলে করোনাভাইরাসে দিশেহারা মানুষ। অপরদিকে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনায়। এছাড়া ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২০২ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে ৮০ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১৮ জন।

এদিকে বিশ্বজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৩৩০ জন মানুষ। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৮৯ লাখ ৭ হাজার ৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৬ লাখ ১৩ হাজার ২১৩ জন।

ব্রাজিলের পর তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১১ লাখ ৫৪ হাজার ৯১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু ২৮ হাজার ৯৯ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৭ লাখ ৭৭ হাজার ৪৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ হাজার ৪২৭ জন। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৭৩ হাজার ৬২৮ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ১৭৩ জন।

Exit mobile version