Site icon Jamuna Television

ঘারিন্দায় ট্রাক উল্টে চালক নিহত, আহত হেলপার

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় হেলপার আহত হয়েছে।

মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার মো. আক্তার হোসেন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়।

এসময় ট্রাকে আটকা পড়া ড্রাইভার মো. আক্তার হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয় এবং হেলপার মোঃ আসাদুল (৫০) আহত হয়। আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version